অ্যাডসেন্স মৌলিক (AdSense Basic)
Class 01
আমরা অনেককই গুগুল এ্যাডসেন্স এর সম্পর্কে অনেক কথা শুনেছি কিন্তু এর সঠিক ব্যবহার না জানায় অনেকে আবার বিভ্রান্তও হয়েছি। আসলে Google AdSense এর ব্যবহার অত্যন্ত সহজ যা কিনা একজন নবীন ব্যবহারকারীও ব্যবহার করতে পারে এজন্য আপনার থাকতে হবে নিচের পাঁচটি জিনিস যথা-১। একটি Gmail এ্যাকাউন্ট
২। একটি সম্পুর্ন Editable web page( যা কিনা ফ্রিতেও তৈরি করা যায়)
৩। একটি সম্পুর্ন ব্লগ Page (ফ্রিতেও তৈরি করা যায়)
৪। অথবা একটি সম্পুর্ন YouTube চ্যানেল (ফ্রিতেও তৈরি করা যায়)
৫। একটি গুগুল Google AdSense Account। (ফ্রিতেও Account খোলা করা যায়)
৬। পরিশ্রম করার মানসিকতা
প্রথমে আপনাকে নির্বাচন করতে হবে যেকোন একটি Blog, YouTube অথবা Website যেখান থেকে আপনি আয়
করতে চান. মনে রাখবেন আপনার ওয়েব সাইটে যাই থাকুক না কেন সেটি যেন ভালমানের বিষয়বস্তু হয়. আপনার ওয়েব সাইট তৈরি হওয়ার পর প্রথমে আপনাকে Google AdSense Account খুলতে হবে.
Google AdSense Account খোলার আগে যে বিষয় গুল আপনাকে অবশ্যই জানতে হবে.
1) Program Policies ১। Program Policies Bangla Version
2) Terms & Conditions ২। Terms & Conditions Bangla Version
3) Privacy Policy ৩। Privacy Policy Bangla Version
Note: না জানার কারনে AdSense সম্পর্কে আমরা অনেকেই ভুল ধারনা করে থাকি. কিন্তু এটি ব্যবহার সহজ হবে তখনই, যখন আপনি সকল নিয়ম কানুন সঠিক জেনে অ্যাকাউন্ট পরিচালনা করবেন.
ধৈর্য ধরতে এবং উদ্দেশ্য টিক করে কাজ শুরু করতে হবে
যে কোনো কাজেই সফলতা চাইলে ধৈর্য ধরতে হবে. এক্ষেত্রে আপনাকে ধৈর্যের সঙ্গে এগোতে হবে. পাশাপাশি নিজের যোগ্যতা অর্জনের জন্যও আপনাকে অভিজ্ঞ করে তুলতে কিছু সময় তো ব্যয় করতেই হবে. আবারও সেই আমেরিকান ভদ্রলোকের কথা মনে করিয়ে দেই. তিনি লাভের মুখ দেখেছিলেন আড়াই পবছরর. তাই, আপনি কাজে হাত দিয়ে রাতারাতি লাভের আশা করবেন না.