এডসেন্সে যা করা যাবেনা
Class 02
1) অন্যের বিষয়বস্তু কপি করা : অন্যের ওয়েব সাইট বা ইউটিউব থেকে কোন কিছু কপি না করা এতে অ্যাকাউন্ট চালু নাও হতে পারে বা চালু হবার পর ব্লক হয়ে যেতে পারে.
2) একাধিক এডসেন্স অ্যাকাউন্ট : এডসেন্সে লাভ দেখে অনেকেই একাধিক এডসেন্স অ্যাকাউন্ট ব্যবহারে আগ্রহী হন। এটা ভুল পথ। গুগল যে কোনো এক সময় সেটা ধরে ফেলবে এবং সবগুলো অ্যাকাউন্ট বন্ধ করে দেবে। সুতরাং এ বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন।
3) অবৈধ ক্লিক এবং ইমপ্রেশন : এর অর্থ আপনি নিজে নিজের বিজ্ঞাপনে ক্লিক করা সেটি ম্যানুয়াল বা কোন সফটওয়্যারের সাহায্যে ইমপ্রেশন বা ক্লিক করা. যেটাকে গুগুল অবৈধ ক্লিক এবং ইমপ্রেশন বলে. এবং এটি যদি আপনি ভুলেও করে থাকেন গুগুল আপনার এ্যাকাউন্ট ব্লক করে দিবে.
4) অন্যদের জিজ্ঞাসা করতে পারেন না : আপনার বিজ্ঞাপন ক্লিক করার জন্য অন্যদের বলা থেকে বিরত থাকুন এবং এই ধরনের যে কোন পোষ্ট ও ইমেজ আপলোড করা থেকে বিরত থাকুন.
5) যৌন সংক্রান্ত : যৌন সংক্রান্ত লেখা, ইমেজ ও ভিডিও আপলোড করা থেকে বিরত থাকুন.
6) জুয়া সংক্রান্ত সামগ্রী : জুয়া সংক্রান্ত লেখা, ইমেজ ও ভিডিও আপলোড করা থেকে বিরত থাকুন.
7) ব্যবহারকারীর সনাক্তকরণ : আপনি Google এর সাথে কোন তথ্য যেমন আপনার নাম, মোবাইল নম্বর, ঠিকানা ভুল আপডেট থেকে বিরত থাকুন.